• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
এশিয়ান গেমস

বিশ্বকাপের আয়োজক কাতারকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৯, ২০১৮, ০৮:১৫ পিএম
বিশ্বকাপের আয়োজক কাতারকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

ফাইল ছবি

ঢাকা: ২০২২ সালে ফিফা বিশ্বকাপের আয়োজক কাতারকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশর ফুটবলাররা। সেই সাথে প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করল লাল সবুজের জার্সিধারীরা।  

রোববার (১৯ আগস্ট) জাকার্তার প্যাট্রিয়ট স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাতারকে ১-০ গোলে হারিয়েছে জেমি ডে’র শিষ্যরা। এই জয়ে এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব মাড়িয়ে নক আউট পর্বে পৌঁছে গেল বাংলাদেশ। অবিস্মরণীয় জয়টি এসেছে ম্যাচের শেষ মিনিটে। গোলটি করেছেন জামাল ভুঁইয়া। যোগ করা সময়ে মাসুক মিয়া জনির পাস থেকে বল নিয়ে বক্সে ঢুকে গড়ানো শটে গোল করেন বাংলাদেশ দলের অধিনায়ক।

ম্যাচে দুই অর্ধে অন্তত গোটা পাঁচেক গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু কিছুতেই গোল পাচ্ছিল না জাফর-সুফিল-জামাল ভুইয়ারা। প্রথমার্ধে মাহবুবুর রহমান সুফিল সযোগ পেয়ে ছিলেন দুইবার। ৮ মিনিটে ডি-বক্সে ঢুকেও লক্ষ্যভেদ করতে পারেননি এই তরুণ ফরোয়ার্ড।

১৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল আদায় করতে পারেননি সুফিল। তার দুর্বল শট রুখে দেন কাতারের গোলরক্ষক। ৩৮ মিনিটে ডান প্রান্ত থেকে অধিনায়ক জামাল ভুঁইয়ার কর্নারে লাফিয়ে হেড নিয়েছিলেন তপু বর্মন; কিন্তু বল চলে যায় সরাসরি গোলরক্ষকের হাতে।

এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কাতারও। ২১ মিনিটে একটি ফ্রি কিক বাম দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। আল সাদির ফ্রি কিক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকান। বিরতির পর কাতার গোলের খোঁজে হয়ে ওঠে মরিয়া। মুস্তফার বাঁ পায়ের শট গোলরক্ষক রানা ডাইভ দিয়ে রুখে দেন।

২০২২ সালের বিশ্বকাপ আয়োজক কাতার ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে। কাতার ৯৮তম স্থানে আর বাংলাদেশ রয়েছে ১৯৪তম স্থানে। সেই কাতারকে হারিয়েই নতুন ইতিহাস গড়ল লাল সবুজের দল। সেই সঙ্গে এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবার গ্রুপ পর্ব টপকে দ্বিতীয় রাউন্ডে গেল বাংলাদেশ।

এর আগে এশিয়ান গেমস ফুটবলে কখনও দ্বিতীয় রাউন্ডে ওঠা হয়নি বাংলাদেশের। ইন্দোনেশিয়ায় প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে হারের পরেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৭৬ ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে জিততে জিততেই শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছিল যুব টাইগাররা। এতে বেড়ে যাওয়া আত্মবিশ্বাস গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় এনে দিয়েছে লাল সবুজ জার্সির দলকে।

২০২২ সালের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে অংশ নিতে যাওয়া কাতার জাতীয় দলে এই বয়স ভিত্তিক দল থেকেই আট দশ জন খেলোয়াড়ের অংশগ্রহণের কথা রয়েছে। দলে আছে কাতারের বর্তমান জাতীয় দলের দুই খেলোয়াড়ও। তাদেরকেই হারিয়ে ফুটবলের ইতিহাসে প্রথমবারের মত দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আগামী ২৩ আগষ্ট থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!