• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপের পদক ফিরিয়ে দিলেন এই ক্রোয়েট ফুটবলার


ক্রীড়া ডেস্ক জুলাই ২১, ২০১৮, ০৬:৩৩ পিএম
বিশ্বকাপের পদক ফিরিয়ে দিলেন এই ক্রোয়েট ফুটবলার

ফাইল ছবি

ঢাকা: ক্রোয়েশিয়ার বিশ্বকাপ ফাইনাল দলের সঙ্গী হতে পারেননি নিকোলা কালিনিচ! একটি ম্যাচও না খেলেই দেশে ফিরতে হয়েছিল এই ক্রোয়েট ফরোয়ার্ডকে। আর সে কারণেই  বিশ্বকাপের রানার্স আপ হওয়ার জন্য ক্রোয়েশিয়ার ফুটবলারদের যে পদক দেওয়া হয়েছে তা নিতে অস্বীকার করেছেন কালিনিচ।

২৩ জনের স্কোয়াড নিয়ে বিশ্বকাপ খেলতে রাশিয়া গিয়েছিল ক্রোয়েশিয়া। প্রথম রাউন্ডেই সেই স্কোয়াড দাঁড়ায় ২২ জনে। ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড নিকোলা কালিনিচকে একটাও ম্যাচে না খেলিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন কোচ লাটকে দালিচ। প্রথম ম্যাচের পরই দেশে ফিরেছিলেন কালিনিচ।

বিশ্বকাপে এক মিনিটের জন্যও দেশের হয়ে খেলা হয়নি তাঁর। তবে দল ফাইনালে খেলায় একটা পদক তার নামে ছিলই। কিন্তু বিশ্বকাপের রানার্স-আপ পদকটা তার প্রাপ্য নয় বলে জানিয়েছেন কালিনিচ।

দেশ বিশ্বকাপ ফাইনাল খেলেছে। কিন্তু ক্রোয়েশিয়ার এই সাফল্যে তাঁর কোনও অবদান নেই বলে মনে করেন কালিনিচ। ফলে ফিফার দেওয়া পদক তিনি নেননি। নাইজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে পরিবর্ত হিসাবে নামাতে চেয়েছিলেন কোচ দালিচ। কিন্তু নামতে চাননি কালিনিচ। তার পরই তাঁকে দল থেকে ছেঁটে ফেলেন ক্রোয়েশিয়ার কোচ। মিলানের হয়ে ক্লাব স্তরে খেলা কালিনিচ বিশ্বকাপ শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচেও ব্রাজিলের বিরুদ্ধে খেলতে পারেননি। পিঠে ব্যাথার জন্য তাঁকে বেঞ্চে বসতে হয়েছিল। দালিচ পরে বলেছিলেন, তিনি একশো শতাংশ ফিট ফুটবলারদের নিয়ে বিশ্বকাপ যুদ্ধে নামতে চেয়েছিলেন।

ফ্রান্সের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর রূপোর পদক পেয়েছেন ক্রোট ফুটবলাররা। দলের অন্য ফুটবলার ও সাপোর্ট স্টাফরা কালিনিচকে পদক প্রাপকদের তালিকায় রেখেছিলেন। কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেন। কালিনিচের বদলে দলের একমাত্র স্ট্রাইকার মারিও মানজুকিচের উপর ভরসা রেখেছিলেন কোচ দালিচ। ছয় ম্যাচে তিনটে গোল করে কোচের ভরসার মান রেখেছিলেন মানজুকিচ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!