• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপের পর জার্সি খুলে রাখার ইঙ্গিত ইনিয়েস্তার


ক্রীড়া ডেস্ক মার্চ ২২, ২০১৮, ০৮:০৫ পিএম
বিশ্বকাপের পর জার্সি খুলে রাখার ইঙ্গিত ইনিয়েস্তার

ফাইল ছবি

ঢাকা: চলছে ক্ষণ গণনা। আর মাত্র ৮৪ দিন। তারপরই মাঠে গড়াবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবল। ১৪ জুন মস্কোর লুজিনিকি স্টেডিয়ামে  স্বাগতিক রাশিয়া বনাম সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসর বিশ্বকাপ ফুটবলের। বিশ্বকাপ যত এগিয়ে আসছে, মানুষের আগ্রহও বাড়ছে। কখন খেলা, কোন টিভিতে দেখা যাবে, কোন কোন ম্যাচ দেখাবে- এসব নিয়ে ফুটবলপ্রিয় মানুষের আগ্রহের কমতি নেই।

এরমধ্যে ভক্তদের কাছে নিজের অগ্রিম বিদায়ী বার্তা পৌঁছে দিলেন স্প্যানিস ফুটবল সুপার স্টার আন্দ্রেস ইনিয়েস্তা। আর তা হলো রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলেই জাতীয় দলের জার্সি খুলে রাখবেন তিনি।  

২০০৬ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর ইনিয়েস্তার গুরুত্বপূর্ণ অবদান স্মরণ রাখবে স্প্যানিশ ফুটবল। জার্মানীর বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচটি হবে তার ১২৩তম আন্তর্জাতিক ম্যাচ। আন্দনি জুবিজারেতা, জাবি, সার্জিও রামোস ও ইকার ক্যাসিয়াসের পর এটিই হবে স্প্যানিশ কোন খেলোয়াড়ের সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের রেকর্ড।

স্পেনের হয়ে বিশ্বকাপ-পূর্ব সবগুলো প্রীতি ম্যাচে এবং চূড়ান্ত আসরে দলকে ফাইনালে পৌঁছে দিতে পারলে ইনিয়েস্তা সতীর্থ জাবিকে পেছনে ফেলে স্পেনের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়বেন।

এল লারগুয়েরো রেডিও শো’তে এই স্প্যানিশ তারকা বলেন, ‘এই মুহূর্তে প্রকৃতিগতভাবে এটিই হবে সম্ভবত আমার শেষ বিশ্বকাপ এবং জাতীয় দলের হয়ে অংশগ্রহণ।’

স্পেনের ফুটবল ইতিহাসে দেশটির সেরা সাফল্যে বড় ভূমিকা রেখেছেন ইনিয়েস্তা। দলকে ২০০৮ ও ২০১২ সালে পরপর ইউরোপীয় চ্যাম্পিয়ন শিরোপা এনে দেয়ার পাশাপাশি ২০১০ সালে স্পেনকে প্রথমবারের মতো এনে দিয়েছেন বিশ্বকাপ ফুটবলের শিরোপা। বিশ্ব আসরের ফাইনালে হল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোলটি এসেছে ইনিয়েস্তার পা থেকে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!