• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের বল বাংলাদেশে আসছে না, কেন জানেন?


ক্রীড়া প্রতিবেদক জুলাই ১৮, ২০১৮, ১০:২৭ পিএম
বিশ্বকাপের বল বাংলাদেশে আসছে না, কেন জানেন?

ঢাকা: বিশ্বকাপ মানে অন্যরকম শিহরণ! বিশ্বকাপের ম্যাচগুলোতে যে বল দিয়ে খেলা হয় সেই বল দিয়ে খেলতে পারলে অনুভূতিটা দ্বিগুণ হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলবে সেটি বলা মুশকিল। কেউ বোধহয় চিন্তাও করতে পারেন না এই দেশ একদিন বিশ্বকাপ খেলবে।

তবে ফিফা প্রতিবার বিশ্বকাপ শেষে কিছু বল পাঠায় বাংলাদেশে। কিন্তু এবার তা দিচ্ছে না। ফিফা বাংলাদেশে কোনও বলই পাঠাচ্ছে না।

এর কারণ কী? রাশিয়ায় এবার একই নকশার দুটি ভিন্ন রঙের বলে খেলা হয়েছে। গ্রুপ পর্ব হয়েছে কালো রঙের টেলস্টার ১৮ দিয়ে। নক আউট পর্বে ছিল লাল টেলস্টার মেচতা। এবার এই বল পাওয়া যাবে কি না, বাফুফে সেটির খোঁজ নিতে গিয়েই হতাশ হয়েছে। যে প্রকল্পের আওতায় ফিফা তার সদস্য দেশগুলোকে বল সরবরাহ করত, এবার নাকি সে প্রকল্পটি বন্ধ হয়ে গেছে।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘বিশ্বকাপ থেকে এবার কোনো বল পাওয়া যায়নি। শুধু বাংলাদেশ কেন, কোনো দেশেই এবার বল পায়নি। ফিফা একটি প্রকল্পের অধীনে এই বল দিত। কিন্তু সে প্রকল্পটি এবার কেন যেন বন্ধ হয়ে গেছে।’ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ শেষে বাংলাদেশকে সাত হাজার বল দিয়েছিল ফিফা।
 
সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!