• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়ে যাওয়া হলো না নাঈম’র!


জবি প্রতিনিধি সেপ্টেম্বর ১৯, ২০১৭, ০৭:১৮ পিএম
বিশ্ববিদ্যালয়ে যাওয়া হলো না নাঈম’র!

জবি: বিশ্ববিদ্যালয়ে আসার পথে সিএনজিচালিত অটোরিকশার ও কাভার্ডভ্যানের সংঘর্ষে অকালে ঝরে গেল নাঈম নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রের প্রাণ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নাঈম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের নবম ব্যাচের ছাত্র। সে নারায়নগঞ্জের সোনারগাঁও থানাস্থ শেখের হাট গ্রামের মো. আতাউর রহমান খানের ছেলে।

নাঈমের সহপাঠী সূত্রে জানা যায়, শেখের হাটে তিনি তাঁর পরিবারের সঙ্গে থাকতেন। মদনপুর বাসস্ট্যান্ড থেকে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী বাস ‘স্বপ্নীল’-এ চড়ে ক্লাস করতে আসতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে স্বপ্নীল বাসে ওঠার জন্য সিএনজিচালিত অটোরিকশায় করে মদনপুর রওনা হন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছে এলে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাঈম মারা যান। তার মৃত্যুতে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!