• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বমানের মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়তে হবে: শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩০, ২০১৬, ০৯:৪৮ পিএম
বিশ্বমানের মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়তে হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বৃদ্ধি এবং বিশ্বমানের মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

বুধবার (৩০ নভেম্বর) ঢাকায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। যারা আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কর্তৃপক্ষকে ব্যবসায়িক মনোভাব ও প্রতারনা পরিহার করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ইসরাফিল আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. শহিদুল ইসলাম পাটওয়ারী, বিশ্বদ্যিালয়ের উপাচার্য ড. কে এম মহসিন এবং ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী বক্তব্য রাখেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!