• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্বের ধনীদের মধ্যে অন্যতম ছয় বছরের রায়ান


বিচিত্র ডেস্ক ডিসেম্বর ১৩, ২০১৭, ০৯:৪২ পিএম
বিশ্বের ধনীদের মধ্যে অন্যতম ছয় বছরের রায়ান

ঢাকা: ২০১৭ সালের ‘হাইয়েস্ট পেড ইউটিউব স্টার’ হয়েছে ছয় বছর বয়সের রায়ান। যুক্তরাষ্ট্রের এই শিশুর বার্ষিক আয় ১১ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। 

‘রায়ান টয়েজ রিভিউ’ নামে ইউটিউবে তার নিজস্ব একটি চ্যানেল রয়েছে। বর্তমানে এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কোটিরও বেশি ছাড়িয়েছে।

সেই চ্যানেলেই রায়ানের একটি ভিডিও রয়েছে, যেখানে বিশাল এক গোলকের মধ্যে ছিল একশর বেশি খেলনা গাড়ি। ‘ডিজনি পিক্সার’-এর তরফ থেকে এই কার সিরিজ দেয়া হয়েছিল রায়ানকে।

এখন পর্যন্ত এই ভিডিওর ভিউ সংখ্যা অটশ মিলিয়ন ছাড়িয়েছে। ভিডিওটি রায়ানকে রাতারাতি ইউটিউব স্টার বানিয়ে দিয়েছে। 
জানা গেছে, চার বছর বয়স থেকেই রায়ান এই খেলনা ‘রিভিউ’ করছে। 

২০১৭ সালের ফোর্বস-এর ইউটিউব ধনী-তালিকায় রায়ান রয়েছে অষ্টম স্থানে।

পরিবারের সদস্যদের সাহায্য নিয়েই সেই কাজগুলো করছে সে। তার চ্যানেলে বলা হয়েছে, রায়ান সব ধরনের খেলনা নিয়েই খেলতে ভালবাসে। তবে গাড়ি, ট্রেন, সুপারহিরোরা তার সব থেকে প্রিয়।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!