• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্রামে তাহির-রাবাদা, নতুন মুখ ফ্রাইলিঙ্ক


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৭, ২০১৭, ০৭:১৮ পিএম
বিশ্রামে তাহির-রাবাদা, নতুন মুখ ফ্রাইলিঙ্ক

ঢাকা: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার তিম ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ২২ অক্টোবর। তারপর শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট সিরিজ শেষ হয়েছে আগেই। চলছে ওয়ানডে সিরিজ। এর মাঝেই সংক্ষিপ্ত ভার্সনের জন্য দল ঘোষনা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ১৪ সদস্যের দলে নেই স্পিনার ইমরান তাহির ও ফাস্ট বোলার কাগিসো রাবাদা। নতুন মুখ অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক।

ইংল্যান্ড সফরে মিস করলেও টাইগারদের বিপক্ষে প্রোটিয়া দলের নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসিস। ইমরান তাহির ও কাগিসো রাবাদাকে বিশ্রাম দেয়া হয়েছে। দুই ম্যাচের এ সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন নতুন মুখ অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক।

দল নির্বাচক কমিটির প্রধান জন্ডি লিন্ডা বলেন, ‘রবিকে নির্বাচনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অলরাউন্ডার পজিশনে আমাদের দলের শক্তি আরো বৃদ্ধিও সুযোগ সৃষ্টি হয়েছে।’
‘তিনি বোলিং ছাড়া ব্যাট হাতেও একজন ফিনিশার হিসেবে নিজের শক্তির প্রমাণ দিয়েছেন।

‘সীমিত ওভারের ক্রিকেটে তাহির স্পিনার হিসেবে সবসময়ই আমাদের প্রথম পছন্দ। তবে এ বিভাগে দলের গভীরতা বৃদ্ধির জন্য শামসি তাবরাইজ এবং এ্যারন ফঙ্গিসোকেও আমাদের আরো সুযোগ দেয়া প্রয়োজন।

ব্লুমফন্টেইনে ২৬ অক্টোবর প্রথম ও পচেফস্ট্রুমে ২৯ অক্টোবর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল: ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, রবি ফ্রাইলিঙ্ক, বিউরান হেন্প্রিকস, ডেভিড মিলার, মাঙ্গালিসো মোসলে, ডেন প্যাটরসন, এঅরন ফাঙ্গিসো, আন্ডিল ফেলুকুইয়াও, তাবরাইজ শামসি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!