• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিসিএস ছাড়া ক্যাডারভুক্ত না করার দাবি


রংপুর প্রতিনিধি জানুয়ারি ১৬, ২০১৭, ০৬:০১ পিএম
বিসিএস ছাড়া ক্যাডারভুক্ত না করার দাবি

রংপুর: জাতীয়করণ আওতায় আসা কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বেশিরভাগ কর্মকর্তা জ্যেষ্ঠতা হারাবেন দাবি করে বিসিএস ছাড়া ক্যাডারভুক্ত না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রংপুর জেলা ইউনিট।

সোমবার (১৬ জানুয়ারি) রংপুর মহানগরীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান সংগঠনের নেতারা।

সম্মেলনে বলা হয়, ১৫ হাজার ক্যাডারভুক্ত শিক্ষক যখন মর্যাদাহানীর আশঙ্কায় রয়েছেন তখন দেশের ৩১৫টি কলেজের ২০ হাজার শিক্ষকের চেপে বসার আশঙ্কায় দেশের সকল সরকারি কলেজে অসন্তোষ বিরাজ করছে। কেননা জাতীয়করণ কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বেশিরভাগ কর্মকর্তা জ্যেষ্ঠতা হারাবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির তথ্য ও গবেষণা সম্পাদক ও কারমাইকেল কলেজের ইংরোজি বিভাগের সহযোগী অধ্যাপক দিলিপ কুমার রায়।

এসময় টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ আমজাদ হোসেন, কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক শাহজাহান নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!