• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিসিবি চায় অবসর ভেঙে ফিরুক মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২৩, ২০১৮, ১২:৫৪ এএম
বিসিবি চায় অবসর ভেঙে ফিরুক মাশরাফি

ফাইল ছবি

ঢাকা: গত বছর শ্রীলঙ্কা সফরে গিয়ে উদ্ভুত পরিস্থিতিকে আচমকাই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু এবার ঢাকা প্রিমিয়ার লিগে তাঁর দুরন্ত পারফরম্যান্স নির্বাচকদের নতুন করে ভাবাতে বাধ্য করছে। বয়স ৩৪ হয়ে গেছে, কিন্তু বলের ধার কমেনি বরং বেড়েছে। ১৬ ম্যাচে ৩৯ উইকেট নিয়ে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি। আলাদা করে চোখে পড়েছে তাঁর ফিটনেস। পুরো লিগে প্রায় সব ম্যাচে ১০ ওভার বল করে গেলেও চোটের শিকার হননি। বরং লিস্ট ‘এ’ (স্বীকৃত ৫০ ওভারের ক্রিকেট) এক মৌসুমে সর্বোচ্চ উইকেটের নতুন রেকর্ড গড়েছেন।

ফিটনেস ও মাশরাফির ফর্ম কোনও চিন্তা নেই। তাই বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের টেস্ট এবং  টি-টোয়েন্টি ফেরা না ফেরা নিয়ে ঘুরেফিরেই আসছে আলোচনা। নির্বাচকদেরও এ নিয়ে কথা বলতে হচ্ছে। রোববার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বললেন, ‘এটা পুরোপুরি ওর (মাশরাফি) এবং বিসিবির ব্যাপার। মাশরাফি যদি টেস্ট খেলতে চায় তাহলে খেলবে।’ এরপর মিনহাজুল বলেছেন তাদের ইচ্ছার কথা,‘ আমরা চাচ্ছি মাশরাফি টি-টোয়েন্টিতে ফিরুক। ওখানে ওকে আমাদের বেশি দরকার।’

সাম্প্রতিক সময়ে চোটে পড়েছেন নাসির হোসেন ও মুশফিকুর রহীম। মেহেদি হাসান মিরাজেরও একই সমস্যা। তবে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের আগেই সবাই সুস্থ হয়ে উঠবে বলে আশা মিনহাজুলের, ‘২৭ তারিখ বিসিএল শেষ হওয়ার পর খেলোয়াড়েরা দম ফিরে পেতে আড়াই থেকে তিন সপ্তাহ সময় পাবে। ফলে আমার মনে হয় ক্যাম্প শুরু হওয়ার আগে সবাইকে সুস্থ পাব।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!