• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিবি’র আশা সফর বাতিল করবে না অস্ট্রেলিয়া


ক্রীড়া প্রতিবেদক জুলাই ২২, ২০১৭, ০৯:০৩ পিএম
বিসিবি’র আশা সফর বাতিল করবে না অস্ট্রেলিয়া

ঢাকা: আবার শঙ্কার মধ্যে পড়ে গেছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। এই সফরের ভাগ্যে কি লেখা রয়েছে বলা মুশকিল। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) সমাধানের আলোচনা এগিয়েছিল অনেকদূর। কিন্তু দু’পক্ষের অনড় অবস্থানের কারণে সেটি ভেস্তে গেছে। আর তাতেই নতুন করে শঙ্কার মধ্যে পড়ে আছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আশায় বুক বেধে আছে। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জানিয়েছেন, সিরিজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি। তিনি বলেন,‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ বাতিল হওয়ার মতো কোনও কথা আমাদের হয়নি। আজও তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আগামী ২৫ তারিখে তাদের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করবে।’

এরপর তিনি যোগ করেন,‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়াকে হোস্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেভাবেই আমরা কাজ করছি। আর ক্রিকেট অস্ট্রেলিয়াও নিশ্চয় সেভাবেই এগোচ্ছে। তারা এখন যা নিয়ে ব্যস্ত আছে, এটা তাদের নিজস্ব ব্যাপার। এ বিষয়ে কোনও মন্তব্য করা উচিত হবে না।’

অস্ট্রেলিয়া ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করেছে। সেজন্য বসে থাকেনি দক্ষিণ আফ্রিকা। তারা আফগানিস্তান ‘এ’ দলকে আমন্ত্রণ জানিয়েছে। টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া না এলে বিকল্প কোনও চিন্তা করছে কি-না এমন প্রশ্নে নিজাম উদ্দিন বললেন,‘আন্তর্জাতিক ক্রিকেটে সবাই ব্যস্ত। এই সময়ে কারা ব্যস্ত আছে, কারা অবসরে আছে, এটা আপনারা এফটিপি দেখলেই বুঝতে পারবেন। এই মুহূর্তে এই বিষয়ে (অস্ট্রেলিয়া না এলে) আমাদের আর কোনও মন্তব্য নেই।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!