• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিসিবির গঠনতন্ত্র চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষ, আদেশ কাল


আদালত প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০১:২৬ পিএম
বিসিবির গঠনতন্ত্র চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষ, আদেশ কাল

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলার শুনানি করা হয়। আগামীকাল আদেশ দেবেন হাইকোর্ট।

গতকাল রোববার স্থপতি মোবাশ্বের হোসেনের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করেন ব্যারিস্টার মাহবুব শফিক।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিসিবির গঠনতন্ত্র সংক্রান্ত এক মামলায় আপিলের রায়কে নিজেদের পক্ষে দাবি করে ২ অক্টোবর বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা করায় ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ। এর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান মোবাশ্বের হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পেয়ে রিট আবেদন করা হয়। রিটকারীর দাবি ২০১২ সালে হাইকোর্ট বিসিবির গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করেন। সে হিসেবে এ গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত পরিচালকরাও অবৈধ। তাদের ডাকা সাধারণ সভাও অবৈধ।  

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!