• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিসির মেয়রের শপথ রোববার


বরিশাল ব্যুরো অক্টোবর ২০, ২০১৮, ০৮:০৪ পিএম
বিসিসির মেয়রের শপথ রোববার

বরিশাল : বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও কাউন্সিলররা রোববার (২১ অক্টোবর) ঢাকা গণভবনে শপথ পাঠ করবেন। সোমবার (২২ অক্টোবর) নগর ভবনে অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন তারা। নগর ভবনে নবনির্বাচিতের স্বাগত জানাতে সেখানে চলছে ব্যাপক প্রস্তুতি।

প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা বিসিসির সচিব মো. ইসমাইল জানান, রোববার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পাঠ অনুষ্ঠিত হবে। বিসিসি’র ৫ জন কর্মকর্তা শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জানান, শপথ পাঠ শেষে তিনি কাউন্সিলরদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্দুর মাজার জেয়ারত করতে যাবেন। সেখান থেকে সড়ক পথে বরিশালে আসবেন। পরদিন ২৩ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

এদিকে নতুন পরিষদকে স্বাগত জানাতে নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা নিয়েছেন ব্যাপক প্রস্তুতি। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ বিসিসি শাখা নেতা মোয়াজ্জেম হোসেন জানান, দায়িত্ব গ্রহণের অভিষেক অনুষ্ঠান হবে সোমবার বিকাল ৩টায় নগর ভবনের সামনে। জনপ্রতিনিধি, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও নাগরিক প্রতিনিধিসহ ৫ সহস্রাধিক আমন্ত্রিত অতিথি থাকবেন এ অনুষ্ঠানে।  

অপরদিকে নবনির্বাচিত মেয়রের আগমন উপলক্ষে নগরীর প্রবেশ সড়কগুলোতে স্থাপিত হচ্ছে একাধিক তোরণ। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ তোরণ নির্মিত হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!