• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিস্ফোরণে দগ্ধ কুবির ছাত্রী নিসা মারা গেছেন


কুমিল্লা প্রতিনিধি সেপ্টেম্বর ৫, ২০১৬, ১০:৫৫ এএম
বিস্ফোরণে দগ্ধ কুবির ছাত্রী নিসা মারা গেছেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাশের একটি ছাত্রী নিবাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কুবি ছাত্রী ফাহমিদা হাসান নিসা ১৩ দিন পর মারা গেছে।

রবিবার দিবাগত রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান বলে জানান কুবি রেজিস্ট্রার মো.মুজিবুর রহমান।

নিসা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের ২য় বর্ষের ছাত্রী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামের আবুল হাসানের মেয়ে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সালমানপুর এলাকার মনিরুল ইসলাম মৃধার ‘প্রশান্তি’ ভবনের হেভেন নামের একটি ছাত্রী নিবাসে রহস্যজনক বিস্ফোরণে ছাত্রী ফাহমিদা হাসান নিসার শ্বাসনালীসহ তার শরীরের ৪৫ ভাগ দগ্ধ হয়। এরপর ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২৪ আগস্ট সদর কুমিল্লা দক্ষিণ মডেল থানায় নিসাসহ ৬ ছাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!