• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিয়ার-আলু খেয়ে বিশ্বকাপ ধরে রাখবে জার্মানি!


ক্রীড়া ডেস্ক জুন ১৪, ২০১৮, ১২:৫৬ পিএম
বিয়ার-আলু খেয়ে বিশ্বকাপ ধরে রাখবে জার্মানি!

ঢাকা : বিশ্বকাপ জেতার জন্য দলগুলোর চেষ্টার খামতি থাকে না। অনুশীলন থেকে শুরু করে খাবারও হয় পরিকল্পনা মতো। এই যেমন নাইজেরিয়ার কথাই ধরা যাক। দেশটির কোচ রাশিয়ান সুন্দরীদের সঙ্গে মেলামেশা একদম নিষেধ করে দিয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মেসিদের জন্য তিন টন খাবার পাঠিয়েছে। যাতে বিশ্বকাপে পুরো দলের খাবার সমস্যায় পড়তে না হয়। বিশ্বকাপ যেন আরো মনোযোগ দিয়ে খেলতে পারেন মেসিরা।

এরই মধ্যে জার্মানির কোচ জোয়াকিম লো বিশ্বকাপ চলাকালী স্ত্রী-বান্ধবীদের সঙ্গে মেলামেশা বন্ধের নির্দেশনা দিয়েছেন। তবে জার্মানরা একটা জিনিস ঠিকই রাশিয়া নিয়ে গিয়েছে, সেটা হলো বিয়ার। জার্মানিতে বিয়ার পান করা নেতিবাচক হিসেবে দেখা হয় না।

জার্মানরা ১৮ হাজার লিটার বিয়ার সঙ্গে নিয়ে গেছে! এর সঙ্গে ৭০০ কেজি সসেজ আর ৩০০ কেজি আলু। জার্মানি তাঁদের দলের স্প্যানিশ টুইটার পেজ থেকে এই বিষয়টা নিয়ে টুইট করেছে মজা করেই লিখেছে, ‘দলের ২৩ সদস্যের সঙ্গে রাশিয়া এসেছে তারাও—১৮০০০ লিটার বিয়ার, ৭০০ কেজি সসেজ আর ৩০০ কেজি আলু। তারাও প্রস্তুত!’ এখন দেখার বিষয়, বিয়ার, আলু আর সসেজ খেয়ে জার্মানরা শিরোপা ধরে রাখতে পারেন কি না?

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!