• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বুলবুলের গণসংযোগে ককটেল বিস্ফোরণ, সাংবাদিকসহ আহত ৫


রাজশাহী ব্যুারো জুলাই ১৭, ২০১৮, ০১:২৯ পিএম
বুলবুলের গণসংযোগে ককটেল বিস্ফোরণ, সাংবাদিকসহ আহত ৫

রাজশাহী : আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী গণসংযোগে ককটেল হামলার ঘটনা ঘটেছে। হামলায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিকসহ অন্তত ৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে নগরীর সাগরপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাংলাভিশনের রাজশাহী প্রতিনিধি আদিত্য চৌধুরী, পথচারী স্বপন কামার। এছাড়া হাবিবুর রহমান, খোকন ও কালু নামে বিএনপির তিন কর্মী আহত হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাগরপাড়া মোড়ে বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রচার চালাচ্ছিলেন। এ সময় তিনটি  মোটরসাইকেলে বেশ কয়েকজন মুখোশধারী এসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। মুহূর্তের মধ্যে আতঙ্কে গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। হামলাকারীরা দ্রুত সাগরপাড়া থেকে টিকাপাড়ার রাস্তা হয়ে পালিয়ে যায়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব উপস্থিত হয়েছে।

নগর বিএনপির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ডিকেন বলেন, ‘সকালে সাগরপাড়া এলাকায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ  দলের নেতাকর্মীদের নিয়ে আমাদের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল গণসংযোগ করছিলেন। এ সময় হঠাৎ করে হামলাকারীরা ককটেল বিস্ফোরণ করে দ্রুত পালিয়ে যায়।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু দাবি করেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।’

তবে এ বিষয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বাবু বলেন, ‘আওয়ামী লীগের জন্ম মাটি ও মানুষ থেকে। বোমা, আগুন সন্ত্রাসের কাজ আওয়ামী লীগ করে না। কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা বলতে পারবো না।’

নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’

অন্যদিকে এই ঘটনাকে বিএনপির সাজানো নাটক উল্লেখ করে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, বিএনপির জঙ্গি পৃষ্টপোষক নেতারা বিএনপির প্রার্থীর প্রচারণায় এসে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিনষ্ট করতে চায়। তিনি এ ব্যাপারে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন।

এদিকে এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের আগে এ ব্যাপারে কোনো কিছু বলা সম্ভব নয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!