• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বুড়ো’ রাজ্জাকের ভেলকি দেখল উত্তরাঞ্চল


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২৪, ২০১৮, ০৯:২২ পিএম
‘বুড়ো’ রাজ্জাকের ভেলকি দেখল উত্তরাঞ্চল

ঢাকা: ‘বুড়ো’ বলে তাঁকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছিল। যদিও সর্বশেষ ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আব্দুর রাজ্জাককে নিতে বাধ্য হয়েছিলেন নির্বাচকরা। বলা ভালো, রাজ্জাক নিতে বাধ্য করিয়েছেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে। লঙ্কানদের বিপক্ষে প্রত্যাবর্তনটাও রাজ্জাকের দারুন হয়েছিল।

ঘরোয়া কিংবা আন্তর্জাতিক সবখানেই কিন্তু সমান পারফর্ম প্রদর্শন করে চলেছেন রাজ্জাক। মঙ্গলবার যেমন তাঁর ভেলকি দেখল উত্তরাঞ্চল। রাজ্জাকের সামনে উত্তরাঞ্চল গুটিয়ে গেছে ১৮৭ রানে। ৫৩ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন রাজ্জাক।

উত্তরাঞ্চলের স্কোর ১৮৭ রান অবধি গিয়েছে সেটি লেট মিডল অর্ডার ব্যাটসম্যান সোহরাওয়ার্দি শুভর সৌজন্যে। তিনি অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেছেন ৮৪ বলে। বাউন্ডারি মেরেছেন আটটি। টপ অর্ডারে অবশ্য রান করার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৫০ করেছেন ১২০ বলে ছয়টি বাউন্ডারির সৌজন্যে। ২৫ বলে ২২ করেছেন মিজানুর রহমান।

শিরোপা নির্ধারণী এই ম্যাচটিতে খেলছেন মাশরাফি বিন মুর্তজা। অবশ্য তিনি ১টি উইকেট  পেয়েছেন ৪৯ রান দিয়ে। সবমিলিয়ে মাশরাফি হাত ঘুরিয়েছেন ১২ ওভার। ২০ রানে ২ উইকেট নিয়েছেন সাকলাইন সজীব।

দিন শেষে ১ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছে দক্ষিণাঞ্চল। ৫২ রানে অপরাজিত আছেন এনামুল হক। তাঁর সঙ্গে আছেন ইমরুল কায়েস। তিনিও ফিফটি তুলে নিয়েছেন। অপরাজিত আছেন ৫১ রানে। আউট হয়ে গেছেন সৌম্য সরকার ১২ রান করে। একমাত্র উইকেটটি নিয়েছেন শফিউল ইসলাম।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!