• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধু চেয়ার’ উদ্বোধন থাইল্যান্ডে


প্রবাসে বাংলা ডেস্ক মার্চ ১৫, ২০১৮, ০২:৩৯ পিএম
বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধু চেয়ার’ উদ্বোধন থাইল্যান্ডে

ঢাকা : থাইল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে বৃহস্পতিবার (১৫ মার্চ) (এআইটি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রফেসরশিপের উদ্বোধন হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমোদউইনাই যৌথভাবে থাইল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এআইটি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রফেসরশিপের উদ্বোধন করবেন।

এ লক্ষ্যে বুধবার থাইল্যান্ডে গেছেন পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনীম ও থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক। থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রফেসরশিপের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুদেশের মধ্যে কূটনৈতিক ভিসা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও অংশ নেবেন। দুই বছর আগে বাংলাদেশ সরকার থাইল্যান্ডের এআইটিতে বঙ্গবন্ধু চেয়ার চালুর উদ্যোগ নেয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!