• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃহৎ কিডনি ডায়ালাইসিস ইউনিট করছে গণস্বাস্থ্য


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০১৬, ০৮:৩৬ পিএম
বৃহৎ কিডনি ডায়ালাইসিস ইউনিট করছে গণস্বাস্থ্য

ঢাকা: রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে বিশ্বের সবচেয়ে বড় কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপিত হচ্ছে। দেশের হাজার হাজার কিডনি বিকল রোগীদের স্বল্প খরচে ডায়ালাইসিস করার সুযোগ করে দিতে ১০০টি মেশিন স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকেই ডায়ালাইসিস ইউনিটটি চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (১৪ নভেম্বর) সকালে তিনি বলেন, গণস্বাস্থ্য নগর হাসপাতালের এ ডায়ালাইসিস ইউনিটটি শুধু দেশেই নয়, বিশ্বের সবচেয়ে বড় কিডনি ডায়ালাইসিস ইউনিট হবে। কিডনি রোগীরা খুবই কম খরচে এ ডায়ালাইসিস ইউনিটে ডায়ালাইসিস করানোর সুযোগ পাবেন। প্রতি সেশনে ডায়ালাইসিসের জন্য মাত্র এক হাজার টাকা পরিশোধ করতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, এরই মধ্যে হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের কাজ শুরু হয়েছে। জার্মানি থেকে আমদানি করে উন্নত মানের ডায়ালাইসিস মেশিন আনা হচ্ছে।

ডা. চৌধুরী জানান, আমেরিকান একজন কিডনি বিশেষজ্ঞ গতকাল হাসপাতালে নির্মিতব্য ডায়ালাইসিস ইউনিট স্থাপনের কার্যক্রম পরিদর্শন করেন।

তিনি জানান, বৃহৎ এ হাসপাতালের একজন কিডনি বিশেষজ্ঞকে পাঁচ লাখ টাকা বেতনে নিয়োগ দেয়া হয়েছে। প্রশিক্ষিত নার্সদের মাসিক ২০ হাজার টাকা বেতনে নিয়োগ দেয়া হচ্ছে। সর্বোপরি দক্ষ জনবল দিয়ে এ ডায়ালাইসিস ইউনিটটি পরিচালিত হবে বলে তিনি জানান।

কিডনি বিশেষজ্ঞদের সঙ্গে আলাপকালে জানা গেছে, বাংলাদেশে প্রায় দুই কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় মারা যাচ্ছেন পাঁচজন লোক। সাধারণত ৭৫ ভাগ কিডনি নষ্ট হওয়ার আগে রোগী বুঝতেই পারেন না, তিনি ঘাতক ব্যাধিতে আক্রান্ত।

কিডনি যখন বিকল হয়ে যায় তখন বেঁচে থাকার একমাত্র উপায় ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজন। কিন্তু সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে এখনো কিডনি ডায়ালাইসিসের সুবিধা খুবই অল্প। সরকারি হাসপাতালে তুলনামূলকভাবে খরচ অল্প হলেও মেশিনের সংখ্যা খুবই কম। এ কারণে শত শত রোগী সিরিয়াল দিয়ে অপেক্ষায় থাকেন।

ফলে অধিকাংশ দরিদ্র রোগী ডায়ালাইসিস করতে না পেরে বিনা চিকিৎসায় মারা যায়। বেসরকারি পর্যায়ে বেশ কিছু ডায়ালাইসিস ইউনিট স্থাপিত হলেও এগুলোতে প্রতিবারের জন্য সর্বনিম্ন আড়াই হাজার থেকে আট-দশ হাজার পর্যন্ত খরচ হয়।

ডা. চৌধুরী বলেন, গণস্বাস্থ্য নগর হাসপাতালে ধনী-দরিদ্র নির্বিশেষে অপেক্ষাকৃত কম খরচে চিকিৎসাসেবা দেয়া হয়। কিডনি ইউনিটটি চালু হলে তা কিডনি রোগীদের ভোগান্তি লাঘবে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!