• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বেইজিং বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে আগ্রহী’


নিজস্ব প্রতিবেদক মে ২৯, ২০১৬, ০৬:৪৫ পিএম
‘বেইজিং বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে আগ্রহী’

সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চাং ওয়ানকুয়ান আজ বলেছেন, চীন বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী।
আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে এক বৈঠকে চীনা মন্ত্রী একথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন এ কথা জানান।
বাংলাদেশকে চীনের একজন ভাল বন্ধু হিসেবে অভিহিত করে জেনারেল চাং ওয়ানকুয়ান বলেন, চীন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রশিক্ষণ, সরঞ্জাম ও এর রক্ষণাবেক্ষণের কাজ করে আসছে। তিনি বলেন, চীনা ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা বাড়াতে আগ্রহী।
তিনি বলেন, দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এটা উভয় পক্ষের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়তা করছে। তিনি বলেন, দুই দেশের পদস্থ কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময় ভবিষ্যতে বাড়ানো হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদারদের একজন। তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন খাতে চীনা সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সামরিক খাতে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক সফরের মাধ্যমে ভবিষ্যতে আরো জোরদার হবে বলে রাষ্ট্রপতি আশা করেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগন এ সময় উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!