• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘বেওয়ারিশ’ হিসেবেই গুলশানে নিহত ৫ জঙ্গির দাফন


বিশেষ প্রতিনিধি সেপ্টেম্বর ২২, ২০১৬, ০৬:০০ পিএম
‘বেওয়ারিশ’ হিসেবেই গুলশানে নিহত ৫ জঙ্গির দাফন

অবশেষে ‘বেওয়ারিশ’ হিসেবেই আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় নিহত ৫ জঙ্গির মরদেহের দাফন সম্পন্ন হলো।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আঞ্জুমান মফিদুল ইসলামের ব্যবস্থাপনায় জুরাইন কবরস্থানে গুলশানে নিহত জঙ্গিদের দাফন করা হয়েছে। নিহত ৫ জঙ্গি হলেন- মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, নিরবাস ইসলাম, খায়রুল ইসলাম পায়ে ও, শফিকুল ইসলাম উজ্জ্বল।

এর আগে বেলা সাড়ে তিনটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গ থেকে ৫ জঙ্গির লাশ সেনাবাহিনী পুলিশের কাছে সেনাবাহিনী হস্তান্তর করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান এ তথ্য জানান।

পরে আঞ্জুমান মফিদুল ইসলামে কাছে ৫ জঙ্গির লাশ হস্তান্তর করে পুলিশ।

এ বিষয়ে মামলার তদন্ত সংস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরিরিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এবং সিএমএইচ কর্তৃপক্ষ এবিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালেই রাজধানীর জুরাইনের কবরস্থানে ৫ জঙ্গির লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।

আঞ্জুমান মফিদুল ইসলাম এক কর্মকর্তা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালের মরচুয়ারি থেকে লাশ নেয়া গ্রহণ করে বিকেলেই জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!