• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানে প্রশিক্ষণ


যশোর প্রতিনিধি জানুয়ারি ১৭, ২০১৭, ০৬:১৪ পিএম
বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানে প্রশিক্ষণ

যশোর: খুলনা বিভাগের বেকার ১২৫ তরুণ-তরুণীকে কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে যশোরে মঙ্গলবার (১৭ জানুয়ারি) থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। আউটসোসিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব সাইট তৈরিসহ পাঁচটি কোর্সে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে এই প্রকল্প হাতে নিয়েছে বেসরকারি সংস্থা আরআরএফ। স্কিলস্ ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেপ) এর আওতায় এ সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রুনা লায়লা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, পিংকু রীতি বিশ্বাস, উপপরিচালক (প্রশাসন) আবুল কালাম আজাদ, উপপরিচালক (আইসিটি) হাফিজুর রহমান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরআরএফ’র নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস বলেন, উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন (আপ-স্কীল), প্রফেশনাল ফ্রি ল্যান্সিং (আউটসোসিং), প্রফেশনাল ফ্রি ল্যান্সিং আপ-স্কীল, ওয়েব সাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট এই পাঁচটি কোর্সে ১২৫ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান শেষে কোর্স সম্পন্নকারীদের দেয়া হবে এককালীন ৩ হাজার টাকা বৃত্তি। কৃতকার্য প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানেও সহায়তা করবে আরআরএফ। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম 

Wordbridge School
Link copied!