• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেকারি পণ্যে প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি


নিজস্ব প্রতিবেদক জুন ১৯, ২০১৬, ০৩:৩০ পিএম
বেকারি পণ্যে প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি

পাউরুটি, বনরুটিসহ অন্যান্য রুটি ও হাতে তৈরি বিস্কুট এবং কেকের উপর ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যে ভ্যাট আরোপের কথা বলা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি।

রোববার (১৯ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জালাল উদ্দিন বলেন, শ্রমঘন ও কৃষিভিত্তিক ক্ষুদ্রশিল্প হিসেবে বেকারি শিল্প সবসময়ই ভ্যাটের আওতামুক্ত ছিল। ২০১৫-১৬ অর্থবছরেও হস্তচালিত বেকারিতে প্রস্তুত রুটি, বিস্কুট ও কেক প্রতিকেজি ১০০ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত ছিল। কিন্তু আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে আমাদের দাবির প্রতি কোনো কর্ণপাত না করে উল্টো বিদ্যমান ব্যবস্থাও তুলে দেয়ার প্রস্তাব করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ভ্যাট আরোপ করা হয়েছে গরীব মানুষের খাবারের উপর। এতে করে চরম হুমকির মুখে পড়েছে এক কোটি গরীব মানুষের ভাগ্য। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাজী মোশারফ হোসেন,আব্দুল কাইয়ূম জজ, গোলাম ফারুক তালুকদার, মোহাম্মাদ বোরহান উদ্দীন প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!