• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেনাপোলে ৮০ লাখ টাকার মুদ্রা জব্দ


যশোর প্রতিনিধি জুলাই ১৫, ২০১৬, ০৭:০৭ পিএম
বেনাপোলে ৮০ লাখ টাকার মুদ্রা জব্দ

যশোরের বেনাপোল বন্দরের তল্লাশীচৌকিতে চার দেশের প্রায় ৮০ লাখ টাকা মূল্যের মুদ্রা জব্দ করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা। শুক্রবার (১৫ জুলাই) সকালে এ মুদ্রাগুলো জব্দ করা হয়।

বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, পাসপোর্টের মাধ্যমে সকালে এক বাংলাদেশি বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরেন। এ সময় ওই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ৯৪ হাজার ৬৪৯ মার্কিন ডলার, ৫ হাজার কানাডীয় ডলার, ৩ লাখ ৫৩ ভারতীয় রুপি ও ২ রিঙ্গিত মালয়েশীয় মুদ্রা উদ্ধার করা হয়। তবে ওই ব্যক্তিকে আটক করা যায়নি বলে দাবি করেছেন শুল্ক কর্মকর্তারা।

এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ভারত থেকে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের চার দেশের মুদ্রাসহ পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশি এক ব্যক্তি দেশে ফেরেন। তল্লাশিচৌকিতে ওই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ওই মুদ্রা জব্দ করা হয়। মুদ্রাগুলো কোথায় নেয়ার উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই মুদ্রা বহনকারী ব্যক্তিকে আটক করা যায়নি বলেও যুগ্ম কমিশনার জানান।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম 

Wordbridge School
Link copied!