• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেপরোয়া বাস এবার থেঁতলে দিল নারীর পা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১১, ২০১৮, ১১:৫১ এএম
বেপরোয়া বাস এবার থেঁতলে দিল নারীর পা

দুর্ঘটনার পর রাস্তায় কাতরাচ্ছেন আহত নারী

ঢাকা: কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে কলেজছাত্রের হাত হারানো এবং নিউ মার্কেটে নারীকে চাপা দেয়ার রেশ কাঁটতে না কাঁটতেই এবার রাজধানীর ফার্মগেটে বেপরোয়া বাসের চাপায় এক নারীর ডান পা থেঁতলে গেছে। 

বুধবার (১১ এপ্রিল) সকাল নয়টার দিকে আনন্দ সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পথচারীরা তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন।

এ ঘটনায় নিউ ভিশন নামের একটি বাস ও চালককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বাসটি মতিঝিল থেকে চিড়িয়াখানা সড়কপথে চলাচল করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ সিনেমা হলের সামনে বাস থেমে যাত্রী ওঠা-নামা করে। সেখান সড়কে উঁচু বিভাজক আছে। ওই বিভাজকের ওপর যাত্রীরা দাঁড়ান। সকাল নয়টার দিকে এক নারী সড়ক থেকে উঁচু বিভাজকের ওপর উঠতে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির নিউ ভিশন পরিবহনের একটি বাস সড়ক বিভাজক ঘেঁষে এগিয়ে আসে। বিভাজক ও বাসের মাঝে ওই নারীর ডান পা চাপা খায়। এতে তার ডান পায়ের হাঁটু ও নিচের অংশ থেঁতলে যায়।

এ ঘটনায় পথচারীরা বাস ও বাসের চালককে আটক করেন। পরে বাসচালককে পুলিশের কাছে তুলে দেয়া হয়। আর আহত নারীকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

কয়েক দিন আগেই রাজধানীতে দুই বাসের টক্করে এক হাত হারান কলেজছাত্র রাজীব হোসেন। তার অবস্থা আশঙ্কাজনক।

সোনলীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!