• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেপরোয়া বাসে ঝরল পল্লী বিদ্যুতের ২ কর্মীর প্রাণ


ফেনী প্রতিনিধি এপ্রিল ২০, ২০১৮, ০৭:৩১ পিএম
বেপরোয়া বাসে ঝরল পল্লী বিদ্যুতের ২ কর্মীর প্রাণ

প্রতীকী ছবি

ফেনী: জেলার ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া বাসের চাপায় পল্লী বিদ্যুতের দুই কর্মচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির লাইন টেকনিয়শয়ান রিয়াজুল ইসলাম (৪৫) ও রনি (২২)। এছাড়া আহত রবিউল মিরকে (২২) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রবিউল মির বলেন, ঝড়ে ছিঁড়ে পড়া পল্লী বিদ্যুতের তার মেরামত করতে শুক্রবার তারা ওই এলাকায় যান। বিকেলে তারা রাস্তার পাশে কাজ করছিলেন। এ সময় স্টার লাইন পরিবহনের একটি বাস একটি ট্রাককে ধাক্কা দিয়ে আমাদের চাপা দেয় এবং পাশের ঢালু জায়গায় নেমে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আমার দুই সহকর্মী।

মহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহাবুব আলম দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!