• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেভানকে সামলাতে পারতেন না গিলক্রিস্ট


ক্রীড়া ডেস্ক জুলাই ২৫, ২০১৭, ০৯:০৬ পিএম
বেভানকে সামলাতে পারতেন না গিলক্রিস্ট

ঢাকা: উইকেটের পেছনে অ্যাডাম গিলক্রিস্ট ছিলেন দুর্দান্ত। ২২ গজে তো বোলারদের রাতের ঘুম হারাম করে দিতেন। কিন্তু গিলক্রিস্ট দ্য ফিনিশার মাইকেল বেভানকে নিয়ে যা বললেন তা অবাক করার মতো। অনেক নামীদামি বোলারদের বল উইকেটের পেছনে বিশ্বস্ত হাতে জমা পড়লেও বেভানের বল জমাতে নাকি তাকে হিমশিম খেতে হতো।

কেন হিমশিম খেতেন গিলক্রিস্ট সেটা তার মুখ থেকেই শুনুন, ‘কেন বেভান? লোকে ভুলেও ওর বোলিং নিয়ে কথা বলেন না। বরং ওর ব্যাটিং নিয়ে বলেন। এই সত্যিটা আমি জানি। কিন্তু ও প্রয়োজনের সময় খুবই কার্যকর। বাঁ হাতি লেগস্পিনার হিসেবে দুর্দান্ত ছিল। এত দ্রুত বল করত যে উইকেটের পেছনে দাঁড়িয়ে আমিই হিমশিম খেয়ে যেতাম। ওকে সামলানোটা সত্যিই চ্যালেঞ্জ মনে হত তখন।’

 গিলক্রিস্ট ও বেভান একসঙ্গে ১৭৫টি ম্যাচ খেলেছেন। উইকেটরক্ষক আর বোলার কম্বিনেশন হিসেবে দু’জনে ৪৫টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলোতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে গিলক্রিস্টকে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!