• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বের হল অভিমান করে, ফিরল লাশ হয়ে


ঠাকুরগাঁও প্রতিনিধি আগস্ট ১৭, ২০১৮, ০৯:০৩ পিএম
বের হল অভিমান করে, ফিরল লাশ হয়ে

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও: পারিবারিক ঝগড়া হলে পরিবারের লোকজনের প্রতি অভিমান করে প্রায়শই বাড়ির বাইরে চলে যেতেন তিনি। অভিমান আর রাগ কমলে দু-তিন দিন পর বাড়িতে ফিরতেন। আবার হাসিমুখে জীবনযাপন শুরু করতেন। এমন করেই চলছিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কৃষক মোস্তফার। তার বয়স ৪০ বছর হলেও অভিমান ছোট বাচ্চাদের মতো। দুই ছেলেও রয়েছে মোস্তফার।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাতে পারিবারিক ঝগড়া হলে গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে যান মোস্তফা। শুক্রবার (১৭ আগস্ট) সকালে বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় তার পরিবারের লোকজন।

মোস্তফা উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গোয়ালটলী গ্রামের মৃত মুনির উদ্দীনের ছেলে।

নিহতের পরিবারের লোকজন ও ভানোর ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব সরকার বলেন, পুকুরের পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। আমরা পুকুর থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছি।

চেয়ারম্যান আরো বলেন, ওই পরিবারের কয়েকজন মানসিক ভারসাম্যহীন। পরিবারের লোকজনকে লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম বলেন, পুকুরে ডুবে মৃত্যুর খবর কেউ জানায়নি। আমি খোঁজখবর নিচ্ছি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!