• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেরোবিতে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ মঙ্গলবার


বেরোবি (রংপুর) প্রতিনিধি জানুয়ারি ২৩, ২০১৭, ১০:৫৯ পিএম
বেরোবিতে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ মঙ্গলবার

রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মঙ্গলবার (২৪ জানুয়ারি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রথম মেধা তালিকার অটো মাইগ্রেশন ফলাফলও প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

অনুষদগুলোর অফিস সূত্রে জানা গেছে, কলা অনুষদে ১৯৫ টি আসনের বিপরীতে মোট ভর্তি হয়েছে ১৩৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদে ৩৪৫ আসনের বিপরীতে ২৭৬ জন, বিজনেজ স্টাডিজ অনুষদে ২৪০ টি আসনের মধ্যে ২২৮, বিজ্ঞান অনুষদে ২৪০ টির মধ্যে ২০৪, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ৯০ টি আসনের বিপরীতে ৮২ এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদে ১২০ টি আসনের বিপরীতে ৯৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

কলা অনুষদের ডিন ড. শিমুল মাহমুদ বলেন, মঙ্গলবার (২৪ জানুয়ারি) ২য় মেধা তালিকা এবং একই সঙ্গে প্রথম মেধা তালিকার অটো মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হবে ।’  দ্বিতীয় মেধা তালিকার ভর্তি সম্পন্ন হবে ৩০ ও ৩১ জানুয়ারি।

বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে জানা যাবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!