• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেরোবিতে নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


রংপুর প্রতিনিধি জানুয়ারি ৩, ২০১৭, ০৭:০৯ পিএম
বেরোবিতে নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দশতলা বিশিষ্ট ড. ওয়াজেদ রিসার্স অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট এবং শেখ হাসিনা ছাত্রী হলের নির্মাণ কাজের উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভবন দুটির নির্মাণের ভিত্তি প্রস্থর উদ্বোধন করবেন তিনি।

মঙ্গলবার (৩ জানুয়ারী) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. একেএম নূর-উন-নবী বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ড. ওয়াজেদ রিসার্স অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট ও শেখ হাসিনা ছাত্রী হল ভবন দুটি ১০ তলাবিশিষ্ট হবে। ড. ওয়াজেদ রিসার্স অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট ভবন নির্মাণে ব্যয় হবে ২৬ কোটি ৮৭ কোটি টাকা। এক হাজার সিট ছাড়া পার্লার, জিমসহ অত্যাধুনিক শেখ হাসিনা ছাত্রী হল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৩৫ লাখ টাকা।

এদিকে নতুন ভবন নির্মাণের কাজের উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বেরোবি প্রশাসন। ক্যাম্পাসজুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!