• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেরোবিতে ৪ দিনব্যাপী বইমেলার উদ্বোধন


বেরোবি (রংপুর) প্রতিনিধি ফেব্রুয়ারি ১২, ২০১৭, ০৭:০৯ পিএম
বেরোবিতে ৪ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

রংপুর: উত্তর বঙ্গের বিদ্যাপীঠ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ‘স্বাধীনতা স্মারকের’ পাদদেশে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুন ও রণনের যৌথ উদ্যোগে ৪ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। এতে মোট ১৬ টি স্টল অংশগ্রহণ করছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খ্যাতিমান লেখক হায়দার বসুনিয়া এ বইমেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেলার আয়োজক ড.তুহিন ওয়াদুদ ও উমর ফারুক, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ মাজেদুল হক,একাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের বই প্রেমীরা।

বই মেলার আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত এ বই মেলায় প্রচুর পরমিাণে বই প্রেমিকদের সমাগম হবে। যেখানে সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিকসহ সকল প্রকারের বই পাওয়া যাবে।

আয়োজক সূত্রে জানা যায়, প্রথম দিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। অন্যান্য দিনে মেলা শুরু হবে বেলা ১১টায় আর শেষ হবে রাত ৮ টায়।

আয়োজক সংগঠন গুনগুনের সভাপতি উমর ফারুক বলেন, ‘মেলা চলাকালীন অবস্থায় বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।’

এই প্রথম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাসে আয়োজিত কোন বই মেলা। মেলাটি চলবে ১৫ ফেব্রুযারি পর্যন্ত।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!