• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেলজিয়ামে কাউন্সিলর পদে লড়ছেন নলছিটির পুত্রবধূ


ঝালকাঠি প্রতিনিধি অক্টোবর ১৩, ২০১৮, ০২:১৪ পিএম
বেলজিয়ামে কাউন্সিলর পদে লড়ছেন নলছিটির পুত্রবধূ

শায়লা শারমীন

ঝালকাঠি : বিশ্বজুড়ে অনেক প্রবাসীই নানাভাবে উজ্জ্বল করেছেন বাংলাদেশের মুখ। এদের মধ্যে অনেকে জড়িয়ে পড়েছেন সে দেশের মূল ধারার রাজনীতিতে। যোগ্যতা আর মেধার পরিচয় দিয়ে লড়ছেন জাতীয় বা স্থানীয় নির্বাচনে।

তাদেরই একজন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহিদুল ইসলাম বেপারীর স্ত্রী শায়লা শারমীন।

বেলজিয়ামের অন্তারপেনে জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশি অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়ন নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

তিনি বেলজিয়ামের মূলধারায় প্রথম বাংলাদেশি নারী প্রার্থী। বেলজিয়ামের অন্তারপেনের জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে পিভিডিএ পার্টি থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৪ অক্টোবরের নির্বাচনে শায়লা শারমীন জয়ী হবেন এমন প্রত্যাশা বেলজিয়াম প্রবাসী বাংলাদেশীদের। এর আগে ব্রাসেলসের স্থানীয় সরকার নির্বাচনে আরেকজন বাংলাদেশি নির্বাচিত হয়েছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!