• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বৈশাখ আমার দুষ্টু সাদা শাড়ী


মো. গোলাম মোস্তফা দুঃখু  এপ্রিল ১৪, ২০১৮, ১১:৪৬ এএম
বৈশাখ আমার দুষ্টু সাদা শাড়ী

নদীর পানি নিরব,
তোমায় কাছে পেয়ে।
সকালের আকাশ সাদা ,
তোমার হাসি দেখে।

বৈশাখের শাড়ী,
নদীর পানির বুকে।
খেলা করছে আপন সুরে,
তোমায় কাছে পেয়ে।

আমার কষ্ট হয়,
এমন খেলা দেখে।
তোমার চিৎকার আমায় ডাকে,
বৈশাখ আমায় বাঁচাও!
আমি পানির বুকে,
হারিয়ে যাচ্ছি নিজের দেহ নিয়ে।

চার পাশে বৈশাখের রঙ,
তুমি নিরব হয়ে আছো।
নদীর চার পাশে,
সবুজের রঙ হয়ে
খেলা করছো বৈশাখের মাঠে।

বৈশাখের সুর আসে যায়, 
তোমার আসা আর হবে না। 
বৈশাখের দিনে সাদা শাড়ী পড়ে ,
তুমি আর আসবে না ফিরে।

ভালোবাসি শব্দ আর আসবে না, 
আমার জীবনের বৈশাখের ছুটিতে। 
ইলিশ পানতা নিয়ে,
রাগের পাহাড়ে বসে।
না বলা কথা বলবে না আর,
আমার নামহীন ঘরে।

ইলিশ মাছ লাগবে ভাই ইলিশ,
একদাম ভালোবাসার নাম 
বৈশাখের দিনে প্রিয় জনের নামে।

তুমি শুনছো আমার দুষ্টু সাদা শাড়ী, 
ইলিশ মাছের বাহার বৈশাখের আহার।
বৈশাখের সকালে নদীর পানির নাচে, 
তোমায় দেখবো বৈশাখের মাঠে।

লেখক: বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম

সোনালীনিউজ/ঢাকা/এআই
 

Wordbridge School
Link copied!