• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘বোর্ড কর্তাদের বেতন বন্ধ হয়নি, আমাদের ভুলটা কোথায়?’


ক্রীড়া ডেস্ক জুলাই ২৮, ২০১৭, ০৬:৫০ পিএম
‘বোর্ড কর্তাদের বেতন বন্ধ হয়নি, আমাদের ভুলটা কোথায়?’

ঢাকা: ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ক্রিকেটারদের মধ্যে ঝামেলা মিটছেই না। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। শুধু তাই নয়, আসছে অ্যাশেজ সিরিজেও অস্ট্রেলিয়া খেলবে কি-না তাও নিশ্চিত নয়। বোর্ড এবং খেলোয়াড়দের সংগঠনের সঙ্গে কয়েক দফা বৈঠক করেও কোনও লাভ হয়নি। দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়।

বেশ কিছুদিন হয়ে গেল এই ঝামেলা চলছে। কিন্তু বোর্ডের অনড় মনোভাবে জন্য বেশ কয়েকবার খেলোয়াড়দের সঙ্গে আলোচনা ভেস্তে গিয়েছে৷ যেটা নিয়ে সাবেক কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা বলেছেন, বোর্ড ও খেলোয়াড়দের এরকম ঝামেলা লজ্জাজনক।

সব ক্রিকেটারই অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন পড়তে চায় একথা জানিয়ে স্টিভ স্মিথের ডেপুটি ডেভিড ওয়ার্নার বলছেন,‘ ব্যাগি গ্রিনটাই আমার পৃথিবী। অস্ট্রেলিয়ার সব নারী ও পুরুষ ক্রিকেটার এটার জন্যই খেলতে চায়৷ আমরা ‘গ্রাসরুট’ পর্যায়ে ৩০ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব করেছিলাম। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সেটা মানেনি। আমরা বোর্ডকে এর আগেও দুবার মধ্যস্থতার কথা বলেছি। তারা সেটাও প্রত্যাখ্যান করেছে। এখন তারা বলছে, টাকার সংকট রয়েছে। ক্রিকেটাররা বেকার হয়ে বসে আছে।’

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এই মুহূর্তে বেকার হয়ে বসে আছেন। তারপরও তারা অনুশিলন চালিয়ে যাচ্ছেন। ওয়ার্নার বলেন,‘অর্থনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও তারা অনুশীলন করছে। অর্থ সংকট থাকা সত্ত্বেও বোর্ড কর্তাদের বেতন বন্ধ হয়নি, তারা তো এখনও বেতন পাচ্ছে৷ তাহলে, আমাদের ভুলটা কোথায়?’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেএ

Wordbridge School
Link copied!