• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বোল্টের বাংলাদেশ বন্দনা


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৭, ০৭:৩৯ পিএম
বোল্টের বাংলাদেশ বন্দনা

ঢাকা: ওয়েলিংটনে বাংলাদেশ যেভাবে খেলেছে গোটা ক্রিকেট বিশ্ব তার প্রশংসা করেছে। প্রথম ইনিংসে ৫৯৫ রান করে ইনিংস ঘোষণা, সাকিব আল হাসানের ২১৭ রানের ইনিংস, অধিনায়ক মুশফিকুর রহীমের চোয়ালবদ্ধ ১৫৯ রান, পঞ্চম উইকেটে তাদের ৩৫৯ রানের জুটি, সবই ছিল বাংলাদেশের অর্জন। কিন্তু শেষ দিনে স্রেফ ভাগ্য, চোট আর ব্যাটসম্যানদের ব্যর্থতায় চারদিন কর্তৃত্ব করার পরও মুশফিকদের পরাজয় মেনে নিতে হয়েছে।
 
তারআগে নিউজিল্যান্ডকে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালোই ভুগিয়েছে। নিকট অতিতে বিশেষ করে বাংলাদেশের আগেই পাকিস্তান নিউজিল্যান্ড সফর করেছিল, তারা স্বাগতিকদের সঙ্গে টেস্টে লড়াই করতে পারেনি। যেটা পেরেছে বাংলাদেশ। এই লড়াকু মানসিকতার জন্য বাহবা পাচ্ছে সাকিব-তামিমরা প্রতিপক্ষের কাছ থেকেও।

শুক্রবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের আগে সংবাদমাধ্যমের সামনে নিউজিল্যান্ডের প্রতিনিধি হয়ে এসেছিলেন ট্রেন্ট বোল্ট। তিনি বলে গেলেন ক্রাইস্টচার্চেও ওয়েলিংটনের বাংলাদেশকে দেখা যাবে,‘ চ্যালেঞ্জিং উইকেটে ৫৯৫ রান করতে ওরা অসাধারণ ব্যাটিং করেছিল। দ্বিতীয় ইনিংসটি হয়ত হতাশাজনক। তবে আমি নিশ্চিত ওরা সেখান থেকে ইতিবাচক বিষয়গুলিই খুঁজে নেবে।’

বেসিন রিজার্ভ ছিল সবুজ বেষ্টনির উইকেট। সেখানে বাংলাদেশের ব্যাটিং বিশেষভাবে নজর কেড়েছে বোল্টের। তিনি বলেন,‘ যেখানে ব্যাটিং করা দুরুহ, সেখানে ওরা ভালো খেলেছে। ওরা বাজে বল কাজে লাগিয়ে ইতিবাচক ক্রিকেট খেলেছে। আমার মনে হয়, সামনের কিছুদিন ওরা সেটাই করার চেষ্টা করবে। তাই ওদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!