• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
বিশ্বব্যাংকের প্রতিবেদন

ব্যবসা সহজীকরণে এগিয়েছে বাংলাদেশ


নিউজ ডেস্ক অক্টোবর ২৬, ২০১৬, ০৫:৩৩ পিএম
ব্যবসা সহজীকরণে এগিয়েছে বাংলাদেশ

ব্যবসা সহজীকরণের তালিকায় গতবারের চেয়ে এবার ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৯০টি দেশের মধ্যে ১৭৮তম স্থান থেকে ১৭৬তম স্থানে উঠে এসেছে লাল সবুজের এই দেশ। 

সহজে ব্যবসা পরিচালনার তথ্য-উপাত্তের ভিত্তিতে মঙ্গলবার (২৫ অক্টোবর) ‘ডুয়িং বিজনেস’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। ওই প্রতিবেদনে বাংলাদেশের এই উন্নতির কথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের অর্জন ৮১ দশমিক ৭৪ পয়েন্ট। নতুন ব্যবসা শুরু করতে এখানে ৯টি ধাপ অতিক্রম করতে হয়। এতে সময় লাগে গড়ে সাড়ে ১৯ দিন। সব মিলে এ সূচকে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২২তম। 

১৯০টি দেশের তথ্য-উপাত্তের ভিত্তিতে পরিচালিত ওই প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ব্যবসা সহজীকরণে দুই ধাপ এগিয়েছে। একই সঙ্গে উন্নতি হয়েছে পাশ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের।

প্রতিবেদন অনুযায়ী, এবারও সহজে ব্যবসা পরিচালনায় বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ড। এরপর রয়েছে সিঙ্গাপুর, ডেনমার্ক, হংকং, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন ও মেসিডোনিয়া। 

সূচকের শীর্ষে থাকা ২৫টি দেশের মধ্যে ২০টি দেশ গতবারের চেয়ে তাদের ব্যবসা শুরুর প্রক্রিয়া আরও সহজ করেছে।

দক্ষিণ এশিয়ায় বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে রয়েছে ভুটান। সূচকে ভুটান ৭৩তম, নেপাল ১০৭তম, শ্রীলংকা ১১০তম, ভারত ১৩০তম, পাকিস্তান ১৪৪তম এবং আফগানিস্তান ১৮৩তম অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ায় একমাত্র আফগানিস্তান ব্যবসা সহজীকরণে কোনো অগ্রগতি নেই।

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পল রোমার বলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক সুযোগ তৈরি এবং নারীদের জন্য অধিকতর সুযোগ ও সুশাসন নিশ্চিত করার মাধ্যমে ব্যবসা সহজিকরণ করা হয়। যদি কোনো দেশ এসব কাজ করতে ব্যর্থ হয় তবে তার নেতৃত্ব দেয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!