• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায়ী হত্যা: মা-বাবা-ছেলেসহ ৫ জনের যাবজ্জীবন


কুমিল্লা প্রতিনিধি ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ০৬:৪৬ পিএম
ব্যবসায়ী হত্যা: মা-বাবা-ছেলেসহ ৫ জনের যাবজ্জীবন

কুমিল্লা: কুমিল্লার লাকসামে জাকির হত্যা মামলায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের রায় প্রদান করেন আদালত।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নুরুন্নাহার বেগম শিউলি এ রায় দেন।

মামলার বিবরনে জানা যায়, ২০১০ সালে লাকসাম উপজেলার পশ্চিমগাঁও সাহা পাড়া এলাকার জাকির হোসেন নামে এক ব্যবসায়ির সঙ্গে টুটুল সাহার আর্থিক লেনদেন নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে টুটুলের পরিবারের সদস্যরা জাকিরকে মারধর করে গুরতর আহত করে। পরে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যায় জাকির।

এই ঘটনায় নিহতের বড় ভাই এরশাদ মিয়া বাদি হয়ে টুটুল শাহকে প্রধান করে ৮ জনের নামে মামলা করে। পুলিশ মামলার তদন্ত করে ২০১১ সালের ৮ই মার্চ ৩ জনের নাম বাদ দিয়ে ৫ জনের নামে চার্জশিট গঠন করে আদালতে জমা দেয়।

মামলার সরকার পক্ষ আইনজীবি (এপিপি) জানান, ৯ জনের সাক্ষ্য গ্রহন শেষে ৪র্থ আদালতের বিচারক নুরুন্নাহার বেগম শিউলি মামলার প্রধান আসামি টুটুল সাহা তার বাবা বাবুল সাহা, মা গীতারানী সাহা ভাই মিঠুন সাহা শিমুল সাহাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের রায় প্রদান করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!