• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ী হত্যায় ৪ ছিনতাইকারীর ফাঁসি


রংপুর প্রতিনিধি জানুয়ারি ২৫, ২০১৭, ০৬:২৭ পিএম
ব্যবসায়ী হত্যায় ৪ ছিনতাইকারীর ফাঁসি

রংপুর: রংপুরের পীরগাছায় ফটো ষ্টুডিও ব্যবসায়ী শহিদুল ইসলাম চুন্নু হত্যা মামলায় ৪ ছিনতাইকারীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন। এ সময় ৫ আসামির মধ্যে সিরাজুল ইসলাম ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি জানান,  পীরগাছা উপজেলা সদরের দীনা ষ্টুডিও ব্যবসা করতো শহিদুল ইসলাম চুন্নুর। ২০১২ সালের ২৩ আগষ্ট রাতে নিখোঁজ হলে স্ত্রী নার্গিস পরের দিন পীরগাছা থানায় একটি জিডি করেন। ওই দিনই পুলিশ মিঠাপুকুর উপজেলা থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়। খবর পেয়ে চুন্নুর স্বজনরা গিয়ে লাশ সনাক্ত করে।

এ ঘটনায় নিহত চুন্নুর বড় ভাই আলতাফ হোসেন বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ৫ আসামির বিরুদ্ধে চুড়ান্ত অভিযোগপত্র দাখিল করে।

মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি সিরাজুল ইসলাম, জুয়েল, শাহিন, সুজন, আলম ওরফে আসলামকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডে দন্ডিত করার আদেশ দেয় আদালত।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!