• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্যর্থতা নিজের কাঁধে নিয়ে দিল্লির নেতৃত্ব ছাড়লেন গম্ভীর


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৫, ২০১৮, ১০:১৯ পিএম
ব্যর্থতা নিজের কাঁধে নিয়ে দিল্লির নেতৃত্ব ছাড়লেন গম্ভীর

ফাইল ছবি

ঢাকা: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে রাখেনি। ফিরে গিয়েছিলেন পুরনো দল দিল্লি ডেয়ারডেভিলসে। দিল্লি সম্মান দিয়ে তাঁর হাতেই তুলে দিয়েছিল অধিনায়কত্ব। কিন্তু বুধবার সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন গৌতম গম্ভীর। দলের হতাশাজনক পারফরম্যান্সের জন্য এই সিদ্ধান্ত। সঙ্গে সঙ্গেই শ্রেয়াস আয়ারের হাতে তুলে দেওয়া হয় দিল্লির অধিনায়কত্ব।

গত বছর ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ছয়টিই জিতেছিল দিল্লি। শেষ করেছিল ছয় নম্বরে থেকে। এ বারও শুরুটা ভালো হয়নি। এবার যোগ্যতা নির্ণায়ক পর্বে যাওয়াটাই কঠিন হয়ে গেছে দিল্লির। ছয় ম্যাচ থেকে মাত্র একটিই জয় এসেছে।

বুধবার ফিরোজ শাহ কোটলায় সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, ‘এটা আমার সিদ্ধান্ত। আমি দলের জন্য অনেকটা করতে পারিনি। এই দলের অধিনায়ক হিসেবে দায়টা আমাকেই নিতে হবে। আমার মনে হয় এটাই সঠিক সময়।’

দিল্লির হারের জন্য নিজেকেই দায়ী করছেন গম্ভীর। তিনি বলেন, ‘হয়তো আমি খুব বেশি সাহস দেখিয়ে ফেলেছি। যেটা বুমেরাং হয়ে এসেছে। এটাই হয়তো কারণ। আমি চাপটা নিয়ন্ত্রণ করতে পারিনি।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!