• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যাংককে বন্দুকধারীর গুলিতে ২ পর্যটক নিহত, আহত ৫


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৮, ২০১৮, ১২:৫৪ পিএম
ব্যাংককে বন্দুকধারীর গুলিতে ২ পর্যটক নিহত, আহত ৫

ঢাকা: একদল বন্দুকধারীর গোলাগুলিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক কেঁপে উঠেছে। এতে এক ভারতীয়সহ ২ বিদেশি পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। গুলিবিদ্ধ হয়ে নিহত গাখরেজ ধিরাজ (৪২) ভারতের নাগরিক আর নিহত অপর জন লাওসের পর্যটক বলে জানিয়েছে সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।

দেশটির পুলিশ জানায়, ব্যাংককের একটি শপিংমলের নিকটে রবিবার রাতে একদল তরুণ একটি প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে দুজন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্নোকার পার্লার থেকে প্রায় ২০ জন তরুণ পিস্তল, ছুরি এবং লাঠি হাতে দৌঁড়ে আসে। তিন ব্যক্তি রাইফেল নিয়ে ফাঁকা গুলি ছোড়ে। পর্যটকদের বহনকারী বেশ কিছু গাড়ি রাখা ছিল সেখানে। এদিকে, ঘটনার পর রাজধানী জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!