• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাংকগুলোকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান গর্ভনরের


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১, ২০১৬, ০১:৪৬ পিএম
ব্যাংকগুলোকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান গর্ভনরের

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির৷

আজ সোমবার (০১ আগস্ট) আর্থিক খাতের স্ট্যাবিলিটি রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যাংকগুলো একক অথবা দলগতভাবে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াবে৷ ব্যাংকগুলোর নৈতিক দায়িত্ব বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো৷

অনুষ্ঠানে ডেপুটি গর্ভনর এসকে সুর চৌধুরী বলেন, স্ব স্ব ব্যাংক যাতে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ায়, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে লিখিতভাবে বলবে৷ তিনি বলেন, কৃষি ঋণ নেওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে হবে৷ বন্যাদুর্গত অঞ্চলের কৃষকদের ঋণ সুবিধা বাড়াতে হবে৷ আবার ঋণ আদায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ছাড় দিতে হবে৷

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!