• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাংকে এক পরিবারের ৪ পরিচালক আইন পাশ


নিউজ ডেস্ক জানুয়ারি ১৬, ২০১৮, ০৮:১৮ পিএম
ব্যাংকে এক পরিবারের ৪ পরিচালক আইন পাশ

ঢাকা: ব্যাংকে একসঙ্গে একই পরিবারের চারজনকে পরিচালক নিয়োগ এবং একটানা নয় বছর পরিচালক পদে থাকার সুবিধা যুক্ত করে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের প্রস্তাব পাশ হয়েছে জাতীয় সংসদে। মঙ্গলবার(১৬ জানুয়ারি) বিলটি আইন আকারে পাশ হয়।

অবশ্য এ আইনের বিরোধিতা করে সংসদ বর্জন করেছে সংসদীয় বিরোধী দল জাতীয় পার্টি। 

প্রসঙ্গত, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো ব্যাংকে একসঙ্গে একই পরিবারের সর্বোচ্চ দুইজন পরিচালক থাকতে পারেন। এবং তাদের মেয়াদ হবে ৩ বছর করে মোট ছয় বছর। কিন্তু কয়েকটি ব্যাংকের পরিচালক ও ব্যবসায়ীদের স্বার্থে তা পরিবর্তনের উদ্যোগ নেয় অর্থমন্ত্রণালয়।

এ বিষয়ে ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক আপত্তি জানালেও কথা শোনেনি মন্ত্রণালয়। ১৫ জানুয়ারি মন্ত্রিপরিষদের বৈঠকে বিলটি পাশ হয়। তারপরে আজ সংসদে উঠে। যেহেতু মন্ত্রিপরিষদে পাশ হয়েছে, তাই জাতীয় সংসদেও আইনটির সংশোধন হল।

এই আইনটির মাধ্যমে নীতি নির্ধারণী পর্যায়ে সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিবে বলে জানিয়েছিলেন ব্যাংকাররা। তার বলছেন, এতে একটি ব্যাংকে পারিবারিক আধিপত্য প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি বাড়বে। এরই মধ্যে একটি ব্যাংকে এ সমস্যা দেখা দিয়েছে। পারিবারিক কোন্দলের প্রভাব পড়বে ব্যাংকের ব্যবসায়।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!