• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেল সিলেট


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৮, ২০১৭, ০৭:৪৫ পিএম
ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেল সিলেট

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে টানা তিন ম্যাচ জিতে রীতিমত আকাশে উড়ছে সিলেট সিক্সার্স। তবে নিজেদের চতুর্থ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে নাসির হোসেনের দল। এই রিপোর্ট লিখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে সিলেটের দলটি। উপুল থারাঙ্গা ২০ এবং দানুষ্কা গুনাথিলাকা ১৩ রান নিয়ে ব্যাট করছেন।

বুধবার (৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টানা তিন ম্যাচে দুর্দান্ত খেলা সিলেটের ওপেনিং জুটি এদিন শুরুটা মোটেও ভাল হয়নি। দলীয় ১৯ রানে শফিউল ইসলামের শিকার হয়ে ফেরেন আন্দ্রে ফ্লেচার। পরের ওভারেই ফিরে যান সাব্বির রহমান। জোফরা আরচারের বলে মাহমুদউল্লাহর তালুবন্দি হয়ে শূন্য হাতে সাঝঘরে ফেরেন তিনি।

ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে সিলেট। সবক’টি ম্যাচই জিতেছে তারা। ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসকে হারিয়েছে সিলেট।
অন্যদিকে, এখন পর্যন্ত মাত্র ১টি ম্যাচ খেলেছে খুলনা টাইটান্স। ঢাকা ডায়নামাইটসের কাছে ৬৫ রানে হারে খুলনা।

সিলেট সিক্সার্স: নাসির হোসেন (অধিনায়ক), সাব্বির রহমান, নুরুল হাসান, আবুল হাসান রাজু, তাইজুল ইসলাম, মোহাম্মদ শরীফ, আন্দ্রে ফ্লেচার, উপুল থারাঙ্গা, রস ওয়াটলি, ক্রিসমার স্যান্টোকি দানুষ্কা গুনাথিলাকা।

খুলনা টাইটান্স: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাজমুল হোসেন, মাইকেল ক্লিগনার, জোফরা আরচার, রিলি রোসৌ, আরিফুল হক, কালোর্স ব্র্যাথওয়েট, আবু জায়েদ, মোশাররফ হোসেন, চাঁদউইক ওয়ালটন, শফিউল ইসলাম।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই     

Wordbridge School
Link copied!