• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাটিং দৈত্য গেইলকে ফেরাল ওয়েস্ট ইন্ডিজ


ক্রীড়া ডেস্ক আগস্ট ২২, ২০১৭, ১২:০৫ পিএম
ব্যাটিং দৈত্য গেইলকে ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা: দীর্ঘদিন ধরে ওয়েস্ট ইন্ডিজ দলে ব্রাত্য ক্রিস গেইল। সম্প্রতি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন ক্যারিবিয়ান ব্যাটিং দৈত্য। এবার তাকে ফেরানো হলো ওয়ানডে দলে।ইংল্যান্ডের বিরুদ্ধে আসছে ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের  ১৫ জনের দলে ফিরেছেন গেইল।

এক বছর পর জাতীয় দলে ফিরেছেন জেরম টেলর। তবে সুযোগ হয়নি ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, কার্লোস ব্রেথওয়েটদের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেছেন, ‘গেইল ও স্যামুয়েলসকে দলে ফেরানো হয়েছে। এতে আমাদের ব্যাটিং শক্তিশালী হয়েছে। সুনীল নারিনকে দলে নেওয়া হয়নি। ওকে ঘরোয়া ক্রিকেটে খেলে দলে ফিরতে হবে। ড্যারেন ব্রাভো আসন্ন সিরিজে না খেলার কথাই জানিয়েছে। আর ডোয়াইন ব্রাভো এখনও ১০০ শতাংশ ফিট নয়।’

গেইল সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। দুই বছর পর তিনি দলে ফিরলেন। স্যামুয়েলস শেষ ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন গত বছর অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজ দল: সুনীল অ্যামব্রিস, দেবেন্দ্র বিশু, মিগুয়েল কামিন্স, ক্রিস গেইল, জেসন হোল্ডার, কাইল হোপ, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, রোভম্যান পাওয়েল, মারলন  স্যামুয়েলস, জেরম টেলর, কেসরিক উইলিয়ামস।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!