• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

ব্যাটে তামিম, বলে মিরাজ


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২০, ২০১৭, ০৭:১০ পিএম
ব্যাটে তামিম, বলে মিরাজ

ঢাকা: কথায় বলে না- ‘শেষ ভালো যার, সব ভালো তার’ । জয় বাংলা বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজের শুরুটা না পারলেও শেষটা রাঙিয়েছে টাইগাররা। গল-এ সিরিজের প্রথম টেস্ট জিতেছিলো শ্রীলঙ্কা। তবে কলম্বোর পি সারা ওভালে নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্টে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৪ ইনিংসে ২০৭ রান করেছেন তিনি। দ্বিতীয়স্থানে আছেন ওপেনিং-এ তামিমের সঙ্গী সৌম্য সরকার। তার রান ১৯৫। ৪ ইনিংসে ১৯৩ রান নিয়ে তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহক অধিনায়ক মুশফিকুর রহীম।

তবে পুরো সিরিজে সর্বোচ্চ রান শ্রীলঙ্কার ডান-হাতি ব্যাটসম্যান কুশাল মেন্ডিসের। ৪ ইনিংসে ১টি সেঞ্চুরিতে ৬৩ দশমিক ৫০ গড়ে ২৫৪ রান করেছেন মেন্ডিস। তার পরই আছেন বাংলাদেশের তামিম।

বোলিং-এ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৪ ইনিংসে মিরাজ শিকার করেছেন ১০টি উইকেট। মিরাজের চেয়ে ৬ উইকেট বেশি শিকার করে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথ।

বাংলাদেশের হয়ে মিরাজের পরই আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ঝুলিতে আছে ৯ উইকেট। ৮ উইকেট নিয়ে তৃতীয়স্থানে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

জয় বাংলা সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান:
ব্যাটসম্যান                ম্যাচ    ইনিংস    রান     গড়
তামিম ইকবাল            ২        ৪        ২০৭     ৫১.৭৫
সৌম্য সরকার             ২        ৪        ১৯৫    ৪৮.৭৫
মুশফিকুর রহিম           ২        ৪        ১৯৩   ৬৪.৩৩
সাকিব আল হাসান       ২        ৪        ১৬২    ৪০.৫০
মেহেদি হাসান মিরাজ    ২        ৪         ৯৫     ৩১.৬৬

জয় বাংলা সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার:
বোলার                     ম্যাচ    ইনিংস   ওভার      রান    উইকেট
মেহেদি হাসান মিরাজ      ২       ৪         ৮৭.০     ৩৫১    ১০
সাকিব আল হাসান        ২        ৪         ১২৬.৩  ৩৫৮    ৯
মুস্তাফিজুর রহমান         ২        ৪        ৭৮.০     ২২০     ৮
শুভাশিষ রয়               ২        ৪         ৬৪.৩    ২২৬     ৩
তাইজুল ইসলাম            ১       ২          ২৮.০     ৭৮      ২

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!