• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাটেও রান তুলতে চান মিরাজ


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২৪, ২০১৭, ০৯:০৪ পিএম
ব্যাটেও রান তুলতে চান মিরাজ

ঢাকা: তাকে লুকিয়ে রাখা হয়েছিল। ঘরের মাঠে অচেনা মেহেদি হাসান মিরাজকে সামলাতে গিয়ে গলদঘর্ম হতে হয়েছে ইংরেজদের। তার ঘূর্ণিবাঁক বুঝতে সময় লেগেছে। ততক্ষণে ইংল্যান্ডের কাজও সারা করে ফেলেছেন মিরাজ। চট্টগ্রাম টেস্ট অল্পের জন্য হারতে হয়েছে। মিরপুর টেস্ট বাংলাদেশ জিতে নিয়েছে ১০৪ রানের বিরাট ব্যবধানে। মিরাজ দুই টেস্টে অসাধারণ বোলিং করে গিয়েছেন। বল হাতে সাফল্য পাওয়া এই অফ স্পিনার যে ব্যাট হাতেও কম যান সেটা অনূর্ধ-১৯ ক্রিকেটে দেখিয়েছেন।

শ্রীলঙ্কা সফরে প্রথমবার ডাক পেলেন সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে। সেখানে তিনি ব্যাট হাতেও নিজের সামর্থ্য প্রমাণ করতে পেরেছেন। তাই মিরাজের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে অলরাউন্ডার মিরাজেরই দেখা মিলবে। সোমবার (২৪ এপ্রিল) মিরপুরে সেকথা নিজেই জানালেন তিনি,‘ অবশ্যই আমার লক্ষ্য থাকবে ভালো খেলা। নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো করার চেষ্টা করব। দল যেভাবে চায় আমি সেভাবেই খেলতে চাই। সাম্প্রতিক সময়ে আমার ব্যাটিংটা ভালো হচ্ছে। সে ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

বুধবার (২৬ এপ্রিল) রাতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে মাশরাফি বিন মুর্তজারা। সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে সেখানকার কন্ডিশনের কোনও মিল নেই। পেসাররা বাড়তি সুবিধা পেলেও স্পিনারদের জন্য উইকেট তুলে নেওয়া কঠিন। সেটা মানছেন মিরাজও। বলছেন,‘ওখানকার কন্ডিশনে উইকেট পাওয়া খুব সহজ হবে না। তাই আমাকে জায়গা মত বল করতে হবে। সঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করতে পারলে সাফল্য আসবে। এছাড়া মাথা খাটিয়ে বল করতে হবে, ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে হবে।’

 সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!