• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানি নয়, শীর্ষে নাইজেরিয়া


ক্রীড়া ডেস্ক জুন ১৯, ২০১৮, ১২:৪২ এএম
ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানি নয়, শীর্ষে নাইজেরিয়া

ঢাকা: ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, ফ্রান্স, পর্তুগা-সব দলই নাইজেরিয়ার পেছনে পড়ে গেছে। নামী এসব দলকে পেছনে ফেলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শীর্ষে উঠে এসেছে নাইজিরিয়া! এবারের বিশ্বকাপে সেরা জার্সি কোন দলের?

ক্রীড়াপণ্য নির্মাণকারী সংস্থা নাইকির তরফ থেকে করা হয়েছিল এই বিচার। ৩২টি দলের ৩২টি হোম কিট ও ৩২টি অ্যাওয়ে কিটের বিচারে শীর্ষে উঠে এসেছে আফ্রিকার দলটি। সবুজ, কালো এবং ছাই রঙের জার্সিকে এ বছরের সেরা বলে মান্যতা দিয়েছে নাইকি।

দুই নম্বরে রয়েছে বেলজিয়াম। ব্রাজিল ও আর্জেন্টিনা রয়েছে যথাক্রমে তিন ও চার নম্বরে। পাঁচ, ছয় এবং সাত নম্বরে যথাক্রমে ফ্রান্স, স্পেন ও ক্রোয়েশিয়ার। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল রয়েছে আট নম্বরে।

নয়ে জার্মানি ও দশে রয়েছে কলম্বিয়া। বড় দলগুলোর মধ্যে ১২ নম্বরে আছে ইংল্যান্ড, উরুগুয়ে ১২ নম্বরে। বিশ্বকাপের আয়োজক রাশিয়া ঠাঁই পেয়েছে ১৮ নম্বরে।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!