• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিল ফুটবল দল নিয়ে বিমান বিধ্বস্ত


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৯, ২০১৬, ১১:৫৮ এএম
ব্রাজিল ফুটবল দল নিয়ে বিমান বিধ্বস্ত

ঢাকা: ব্রাজিলিয় শ্যাপোকোয়েন্সের ক্লাব ফুটবল দলসহ ৭২ জন যাত্রী এবং ৯ জন ক্রু নিয়ে নিয়ে কলম্বিয়ার আকাশে বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা সোয়া ১১টা দিকে কলম্বিয়ার রাজধানী মেডেলিন শহরের বাইরে এ দুর্ঘটনা ঘটে।

রাশিয়া টুডের এক প্রতিবেদনে এ ঘটনা নিশ্চিত করা হয়েছে। তবে কেন ও কী কারণে দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা কেউ জানাতে পারেনি।

রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয় শ্যাপোকোয়েন্সের ক্লাব ফুটবল দল কলম্বিয়ার রাজধানী মেডেলিনে যাচ্ছিল এসএ কাপের ফাইনাল খেলতে। এসময় ফুটবল দলের সদস্যসহ ৭২ জন যাত্রী ছিল বিমানে। মধ্যরাতে রাজধানী মেডেলিন শহরের অদূরে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরে ৭২ জন বিমানযাত্রীর ভাগ্যে কী ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, মেডেলিনের মেয়র ফেডরিকো গুটারেজের উদ্ধৃতি দিয়ে স্থানীয় ব্ল রেডিও জানায়, মেডেলিন শহরের বাইরে পার্বত্য এলাকায় মধ্যরাতেরর দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে। খবর পাওয়ার পরেই মেয়র রওনা দেন ঘটনাস্থলের দিকে।

ফেডরিকো আরো বলেছেন, বিমান দুর্ঘটনার কারণটি স্পষ্ট নয়। তবে ঘটনা জানার পরেই সেখানে উদ্ধারকারীরা রওনা দেয়। সেটা একটা ভয়াবহ ট্রাজেডি।

মেডেলিনের বিমানবন্দর কর্তৃপক্ষও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছে, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে লেগে পড়েছে। তবে হতাহতের সংখ্যা এখন অজ্ঞাত। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!