• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রাজিল মানে নেইমার নয়, শত্রু দেশের প্রশংসায় ম্যারাডোনা


ক্রীড়া ডেস্ক জুন ১৮, ২০১৮, ১২:০৫ এএম
ব্রাজিল মানে নেইমার নয়, শত্রু দেশের প্রশংসায় ম্যারাডোনা

ঢাকা: আর্জেন্টিনা মানে মেসি, মেসি ব্যর্থ হলে আর্জেন্টিনা ব্যর্থ, পর্তুগাল মানে শুধু রোনালদো, রোনালদো ভালো খেললে ভাল খেলবে পর্তুগাল, ফুটবল প্রেমীদের এই মিথ কিছুটা হলেও সত্যি প্রমাণিত হয়েছে রাশিয়া বিশ্বকাপের প্রথম দু দিনে৷ আর্জেন্টিনা এবং পর্তুগালের ক্ষেত্রে যে মিথ সত্যি, ব্রাজিলের ক্ষেত্রেও কী তাই? অর্থাৎ ব্রাজিল মানে কী একবাক্যে বলে দেওয়া যায় নেইমারের নাম৷ নেইমার ভালো খেললেই ব্রাজিল জিতবে, না খেললে জিতবে না এই মিথ কি আদৌ সত্যি? ডিয়েগো ম্যারাডোনা বলছেন না৷ ব্রাজিল মানে শুধু নেইমার নয়, ব্রাজিল একটা দল যে দলের নেইমার ছাড়াও বিশ্বকাপ জয়ের ক্ষমতা আছে, অন্তত এমনটাই মনে করছেন ফুটবলের রাজপুত্র।  

একটি  কলামে ম্যারাডোনা বলেছেন, কোচ তিতের অধীনে যে ব্রাজিল খেলছে, নেইমার ছাড়াও সেই ব্রাজিলে অনেক নামী নামী ফুটবলার আছেন৷ তিতের অধীনে ব্রাজিল দলের আমুল পরিবর্তন হয়েছে৷ দায়িত্ব নেওয়ার পর ২১টি ম্যাচের মধ্যে ১৭টি জিতেছে সেলেসাওরা৷ ৪৭টি গোল করেছে তিতের ছেলেরা যেখানে গোল হজম করতে হয়েছে মোটে পাঁচটি৷
ব্রাজিলের রেকর্ড প্রশংসনীয়৷ নিজের লেখায় ব্রাজিলের রক্ষণের উন্নতির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন ম্যারাডোনা। তিনি বলেন, ‘একসময় ইউরোপীয় দলগুলোর বিরুদ্ধে নড়বড়ে দেখাত ব্রাজিলের রক্ষণ৷ কিন্তু তিতে আসার পর তা বদলেছে। ইউরোপীয় দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচে দেখা গেছে রক্ষণ আগের থেকে অনেক উন্নতি করেছে। শুধু নেইমার নয়, অন্য পজিশনেও ভালো ফুটবলার রয়েছে ব্রাজিলের৷’

প্রশংসায় ভরিয়ে দিলেও ফুটবল রাজপুত্র মনে করিয়ে দিয়েছেন, সুইজারল্যান্ড, সার্বিয়া আর কোস্টারিকার মত দলগুলি ব্রাজিলকে গ্রুপ পর্বে কঠিন টক্কর দেবে৷ ব্রাজিলের কোচ হিসেবে তিতে দায়িত্ব নেওয়ার পর সত্যিই অন্যরকম দেখিয়েছে ব্রাজিলকে৷ পরিসংখ্যানও বলছে সেকথা। তবে তিতের এই দুর্দান্ত রেকর্ডের পেছনে কিন্তু সবচেয়ে বড় অবদান রেখেছেন তাঁর অধিনায়কই৷ নেইমার না থাকলে হয়ত অনেক ম্যাচেই গোল করতে পারত না ব্রাজিল৷ নেইমার ছাড়াও কুতিনহো, উইলিয়ান, কাসেমিরো, পাওলিনহো, মার্সেলো, সিলভাদের মতো প্রথম সারির ক্লাবে খেলা তারকা রয়েছে ব্রাজিল দলে।   

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!