• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের গাব্রিয়েল জেসুস ম্যানচেস্টার সিটিতে


ক্রীড়া ডেস্ক আগস্ট ৫, ২০১৬, ০৫:৩৪ পিএম
ব্রাজিলের গাব্রিয়েল জেসুস ম্যানচেস্টার সিটিতে

ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন ব্রাজিলের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। সিটি কর্তৃপক্ষ ও গাব্রিয়েল বুধবার দুই পক্ষের মধ্যে চুক্তির খবর নিশ্চিত করেছে।

এখনই অবশ্য সিটিতে খেলতে পারছেন না জেসুস। আগামী জানুয়ারি পর্যন্ত তার বর্তমান ক্লাব পালমেইরাসেই থাকবেন ১৯ বছর বয়সী এই খেলোয়াড়।

সিটিতে সঙ্গে চুক্তির পর জেসুস ক্লাবের ওয়েবসাইটে বলেন, ম্যানচেস্টার সিটি বিশ্বের অন্যতম সেরা ক্লাব। তাই চুক্তি করতে পেরে আমি সত্যিই খুশি। আমাদের দলে অনেক মেধাবী খেলোয়াড় এবং পেপ গুয়ার্দিওলার মতো চমৎকার কোচ আছে। এখানে আমি অনেক কিছু শিখতে পারব।

আমি কি করতে পারি তা সিটি সমর্থকদের দেখাতে মুখিয়ে আছি। আমি মনে করি, একত্রে আমাদের ভবিষ্যত দারুণ হবে। এ বছর ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের সেরা উঠতি খেলোয়াড় নির্বাচিত হওয়া জেসুস পালমেইরাসের হয়ে ৬৭ ম্যাচে ২৬ গোল করেছেন।

রিও দে জেনেইরো অলিম্পিকে খেলতে বর্তমানে দেশেই আছেন জেসুস। আগামী ৫ অগাস্ট এবারের অলিম্পিকের উদ্বোধন হবে। তবে ফুটবলে সোনার লড়াই শুরু হয়ে যাবে ৪ অগাস্ট।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!